অনলাইন ডেস্ক: লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌর এলাকায় ৭নং ওয়াডে কমিশনান ছোট রবিউল ইসলামকে বাঁচাতে গিয়ে বড়ভাই নজরুল ইসলাম নজু (৪৫) খুন হন।
বুধবার সকালে নিহতের মরদেহ পোস্ট মর্টেম জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান হবে বলে বলে নিশ্চিত করেছেল পাটগ্রাম থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। এর আগে মঙ্গলবার রাতে পাটগ্রাম রেলগেট কোটতলী পৌর এলাকায় এ খুনের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের ছেলে হুমাইন কবির (৩০) আহত হয়ে পাটগ্রাম স্বাস্থ্য কমম্প্রেক্স ভর্তি পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নজরুল ইসলাম নজু (৪৫) পাটগ্রাম পৌরসভার ৭ নং ওয়ার্ডের কোটতলী এলাকার ইউছুব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, পাটগ্রাম কোটতলী এলাকায় একটি শালীশকে কেন্দ্রে করে ওয়ার্ড কমিশনার রবিউল ইসলাম এর সাথে কথাকাটা হয় ওই এলাকার কসাই হাফিজার (৪৫) এর সাখে। এর জের ধরে মঙ্গলবার রাত ৭ টার দিকে কমিশনার রবিউল ইসলাম কোটতলী রেল গেটে আসলে হাফিজার,হাসান,রাসেল তাকে আটক করেন। এ খবর পেয়ে রবিউল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম নজু ছুটে আসলে এতে উভয়ে সংঘর্ষে বাধে। এক পর্যায়ে কসাই হাফিজার রহমান একটি ধারালো ছুড়ি দিয়ে পেটে আঘাত করলে ঘটনাস্থলে নজরুল ইসলাম নজুর মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ হত্যাকান্ডের মুল আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
নির্বাহী সম্পাদক