ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সিলেট মহানগর এর নেতৃবৃন্দ। মঙ্গলবার ০৭ মার্চ সকাল ১০ ঘটিকায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুারালে এই শ্রদ্ধাঞ্জলি অপর্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ এর সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সিলেট মহানগর এর সভাপতি এড. কিশোর কুমার কর, সহ-সভাপতি মো. আব্দুল কাদির, সহ-সভাপতি সালাউদ্দিন বক্স সালাই, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক ছয়েফ খান, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা চৌধুরী কয়েছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল কাদির পাওয়েল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. দেবব্রত চৌধুরী লিটন, সহ-প্রচার সম্পাদক আব্দুল কাইয়ূম জুয়েল, সহ-মহিলা বিষয়ক সম্পাদক, এড. তারান্নুম চৌধুরী, সদস্য মোঃ নুরুজ্জামান জুয়েল।