আজ উপশর পয়েন্টস্থ বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল- কবির সীমান্তিক কমপ্লেক্সে অবস্থিত – সীমান্তিক আইডিয়াল স্কুল, সীমান্তিক কলেজ, সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, সীমান্তিক ম্যট্স, সিপিডি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারী, নার্সিং ইনস্টিটিউট, সীমান্তিক হাসাপাতাল যৌথভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী, পুষ্পমাল্য অর্পণ, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সীমান্তিক শিক্ষার পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার সভাপতিত্বে অনুষ্ঠিত এসব সভায় প্রধান অতিথি ছিলেন সীমান্তিকের চেয়ারপার্সন জনাব শামীম আহমদ,
উপস্থিত ছিলেন ডিইডি কাজী হুমায়ুন কবির, ডিইডি পারভেজ আলম, এইচ আর ডিসির ম্যানেজার ফাতিহা জান্নাত মৌ, সীমান্তিক কলেজের ভাইস প্রিন্সিপাল মাছুমা আক্তার, সীমান্তিক আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন, সীমান্তিক নার্সিং এর প্রিন্সিপাল পিংকী চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক স্বর্ণা পুরকায়স্থ এবং কংকন আচার্য।এসময় আরও উপস্থিত ছিলেন, সীমান্তিক আইডিয়াল স্কুল এবং সীমান্তিক কলেজের শিক্ষক মন্ডলীর মধ্যে মুনিম মোহাম্মদ শামসুজ্জামান চৌধুরী, শফিউল আলম, কান্তা নন্দী সিনহা, হেলেন আক্তার জেনি, শিল্পী রাণী দেব, মোহসেনা বেগম রুমি, মিথিলা রায়, স্বপ্না আক্তার, কম্পিউটার অপারেটর মাহফুজ আহমদ। এছাড়া সীমান্তিক HRDC সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৮টার মধ্যে আমাদের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মন্ডলী ক্যম্পাসে উপস্থিত হয়। এছাড়া অন্যান্য প্রজেক্টের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দও নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হউন। সকাল ৯ টায় প্রভাত ফেরী শুরু হয়। স্কুল ক্যম্পাস থেকে প্রভাত ফেরী বের হয়ে উপশহর পয়েন্ট ঘুরে আবার নিজ ক্যম্পাসে এসে আমাদের নব প্রতিষ্ঠিত শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করি এরপর শহিদ মিনারের বেদিতে দাঁড়িয়ে ভাষার গান পরিবেশন করেন মিথিলা রায়, কংকন আচার্য, স্বর্ণা পুরকায়স্থ, হেলেনা জেনি, শিল্পী রানি দেব, মোহসেনা বেগম রুমি এবং মিডওয়াইফারী ছাত্রী স্বর্ণা৷ আচার্য, সীমান্তিক হাসাপাতালের মার্কেটিং অফিসার ও তার ছেলে। এছাড়াও আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
প্রতিনিধি