Home » ইফতারে খাসির মাংসের হালিম

ইফতারে খাসির মাংসের হালিম

ডেস্ক নিউজ:

 ইফতারিতে খুবই জনপ্রিয় খাবার হালিম। খাবারটি খেতে মজা যেমন তেমনি অনেক পুষ্টিকরও। ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন শাহি হালিম। একবার ঘরে বানানো শাহি হালিমের স্বাদ পেলে প্রিয়জনেরা দোকানে কোনওদিনই এটি কিনে খেতেই চাইবে না। চলুন জেনে নিই খাসির মাংসের হালিম রেসিপি।

রান্নায় যা লাগবে
মুগ ডাল আধাকাপ, মসুর ডাল আধাকাপ, মাসকলাই ডাল আধাকাপ, মটর ডাল আধাকাপ, ছোলার ডাল আধাকাপ, পোলাওয়ের চাল আধাকাপ, গরম মসলা আধা চা-চামচ, খাসির মাংস আধাকেজি, আদা ২ টেবিল চামচ, রসুন ১ টেবিল চামচ, ধনে ১ চা চামচ, জিরা ১ চা চামচ, মরিচ ১ চা চামচ, পেঁয়াজ ২ কাপ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, ঘি আধা কাপ।

যেভাবে রান্না করবেন
সব রকমের ডাল মিলিয়ে ধুয়ে সারারাত ভিজিয়ে রাখতে হবে। এরপর সব মশলা দিয়ে আগেই মাংস রান্না করে নিতে হবে। এবার প্রেসার কুকারে ৫-৬ কাপ পানির মধ্যে ডালগুলো দিয়ে একে একে সব মশলা ও লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। প্রয়োজন হলে পরিমাণমতো পানি দিতে হবে।

সিদ্ধ হয়ে এলে রান্না মাংসের সঙ্গে ভালো করে মিশাতে হবে। সব শেষে আধাকাপ পানির সঙ্গে ২ টেবিল চামচ ময়দা গুলে দিতে হবে ঘন হওয়ার জন্য। এরপর আধাকাপ ঘিয়ের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। ইফতারির টেবিলে পেঁয়াজ বেরেস্তা, লেবুর রস বা তেঁতুলের রস দিয়ে পরিবেশন করুন।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *