মৌলভীবাজার প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার প্রধান শহরে পশ্চিম বাজারে অবস্থিত জেলার সবচেয়ে বড় শপিং মহল তার নাম হল এম,বি শপিং সেন্টার। ঈদ আসতে আরও বাকি আছে প্রায় ১২ দিন কিন্তু দেখা যাচ্ছে ঈদের কেনাকাটার জন্য গ্রাম থেকে শুরু করে শহরের সবাই ছুটে গেছেন এম বি শপিং সেন্টারে ছোট থেকে শুরু করে বুড়ো মানুষ পর্যন্ত সবাই ব্যস্ত ঈদের কাপড়চোপড় কেনার জন্য। এম,বি এর মালিক শুদ্ধবার্তাটোয়েন্টিফোর এর প্রতিবেদক কে বলনে তাদের এখানে সবকিছু খুবই স্বপ্লমূল্যে পাওয়া যায়। উনি আরও বলেন প্রতিদিন প্রায় সকাল ৮টা থেকে শুরু করে রাত ২ টা পর্যন্ত চলে বেচাকেনা। এম, বি এর মালিক বলেন প্রতিদিন প্রায় তাদের বিক্রি আসে ৮ থেকে ১০ লক্ষ টাকার মত। তিনি আরও বলেন ঈদের দিন রাতে প্রায় উনাদের বিক্রি বেড়ে গিয়ে ৫০ লক্ষ টাকার মত হয়।