সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেট এর ২০২২ শিক্ষাবর্ষের বিএড প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আব্দুল মান্নান খান বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলস ভাবে যুগোপযোগী শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগসহ অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আজ দেশ স্বাধীনতা লাভ করে, মুক্তিযুদ্ধাদের আত্বত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাঁদের কাছে আমার ঋনী।
তিনি প্রশিক্ষণের মান এবং পরিবেশের ভূয়সী প্রশংসা করে আগামী দিনে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।
তিনি শুক্রবার সকালে নগরীর উপশহরস্ত ড.আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্স কলেজ অডিটোরিয়ামে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষক প্রশিক্ষণ কলেজ সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেট এর ২০২২ শিক্ষাবর্ষের বিএড প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ও সীমান্তিক পরিচালক মো. আব্দুর রউফ তাপাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সীমান্তিকের মহাসচিব মো. শামীম আহমদ, টেকনিক্যাল ইউনিভার্সিটির ম্যানেজিং ট্রাস্টি ডক্টর আহমদ আল ওয়ালী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের কো-অডিনেটর মোঃ হারুন রশিদ, প্রভাষক মিথিলা’র যৌথ পরিচানায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী ক্বারী নজরুল ইসলাম, গীতা পাঠ করেন শিক্ষক স্বর্ণা পুরকায়স্ত। প্রশিক্ষণার্থীদের মধ্যে অভিমত ব্যক্ত করেন তানজিনা চৌধুরী।
সভাপতির বক্তব্যে স্বনামধন্য অধ্যক্ষ জনাব, মো. আব্দুর রউফ তাপাদার কলেজের প্রতিষ্টার পেক্ষাপট এবং বর্তমান অবস্থায় আসার পিছনে সীমান্তিকের প্রধান পৃষ্টপোষক,আন্তর্জাতিক মানব সম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, রুপালী ব্যাংকের সবেক চেয়ারম্যান,দেশের একমাত্র টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্টাতা ও চেয়ারম্যান ডক্টর আহমদ আল কবিরের অবদানের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিনিধি