শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম : সিলেটের অন্যতম সামাজিক সংগঠন সূর্যোদয় ফাউন্ডেশন। প্রতিবছর রমজানে তারা তাদের কর্মকান্ডের ধারাবাহিকতায় অসহায়, দুস্থ ও দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের পাশে দাঁড়ায়, চেষ্টা করে একটু হাসি ফোটানোর।
এ বছর রমজানেও নগরীর জিন্দাবাজার, বন্দর, জল্লারপাড়, বারুতখানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় দুই শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণ করে।
ভিন্নধর্মী এই ইফতার বিতরণে অংশ নেয়া সূর্যোদয় ফাউন্ডেশনের সদস্যদের সাথে কথা বললে তারা জানায় এবারের অনুভূতি আসলেই অন্যরকম। প্রতিবছর বিভিন্ন এতিমখানা ও পথশিশুদের সাথে ইফতার করে রমজান অতিবাহিত করা হয়। কিন্তু এবার রাস্তায় অনাহারী ও দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দিয়ে আনন্দ এক অন্যমাত্রা পেয়েছে। আগামী বছর আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।
নগরীর বিভিন্ন পয়েন্টে ইফতার বিতরণে সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন সোয়েদ শাকিল খান, নাহিয়ান কামরুল, জুবায়ের আহমেদ, রায়হানুল ইসলাম রাহিম, মামুন হুসাইন, ইমতিয়াজ আহমেদ, সৌরভ মহিউদ্দিন, শাহরিয়ার জামিল, আশফাক আহমেদ, ওমর আহমেদ, কাওছার আহমেদ, রুমেন আহমেদ সহ অনেকেই।