Home » মহান বিজয় দিবস উপলক্ষে সীমান্তিকের উদ্যোগে বিজয় র‌্যালি ও কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান

মহান বিজয় দিবস উপলক্ষে সীমান্তিকের উদ্যোগে বিজয় র‌্যালি ও কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান

মহান বিজয় দিবস উপলক্ষে আজ সীমান্তিকের উদ্যোগে বিজয় র‌্যালি ও বীর শহীদদের প্রতি, সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদানের পর, কলেজ ক্যাম্পাসে দেয়ালিকা প্রকাশ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সীমান্তিকের পরিচালক ও অধ্যক্ষ মো.আব্দুর রউফ তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ড.আহমদ আল-কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড.নাজমুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সীমান্তিকের মহাসচিব মোহাম্মদ শামীম আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সীমান্তিকের চেয়ারম্যান ড.আহমদ আল-ওয়ালী, ডীন প্রফেসর ড.তোফায়েল আহমদ, সীমান্তিকের ডিইডি কাজী হুমায়ুন কবির, মো. পারভেজ আলম ও ইংল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজকর্মী মো.কমর উদ্দীন চৌধুরী পাপলু।

 

প্রধান অতিথি ড.আহমদ আল- কবির তাঁর বক্তৃতায় বলেন, মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দেশ আজ উন্নয়নের সকল সূচকে পাকিস্তানের চেয়ে অনেক গুণ এগিয়ে গেছে, সামনের দিকে কর্মবান্ধব শিক্ষার ব্যাপক প্রসারের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য সকলকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং দেশের স্বার্থে কাজ করতে হবে।

সীমান্তিক এইচআরডিসির ম্যানেজার ফাতেহা জান্নাত মৌ,উপাধ্যক্ষ মাসুমা আক্তার, কো-অর্ডিনেটর মো.হারুন রশিদের ব্যবস্হাপনায় অনুষ্ঠিত সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *