মীর আমান মিয়া লুমান, ছাতক প্রতিনিধিঃ ছাতকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ নভেম্বর উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপতি বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তোবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের করা হয় এক বর্ণাঢ্য র্যালী। উপজেলা সম্মেলন কক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। র্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ডিজিটাল বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চক্রবর্ত্তী, বাগবাড়ী সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।