Home » মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়ী আটক

মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়ী আটক

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ০৪ জুয়াড়ী গ্রেফতার করা হয়।০৬ তারিখ সোমবার ১২ ডিসেম্বর ২০২১খ্রিঃ রাত অনুমান ১১:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) অঞ্জন সিংহ, এএসআই(নিঃ)/ গিয়াস উদ্দিন, কনস্টেবল/১৪০৫ কামাল উদ্দিন, কনস্টেবল/১৫৬৩ হাসান বক্স, কনস্টেবল/১২৬০ আসাদ মিয়া-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট পুরান মাছ বাজারে উত্তর পাশে আব্দুর রহমানের মৎস্য দোকানের সামনে অভিযান পরিচালনা করে আসামী ১। লিয়াকত আহমেদ (১৯), পিতা- মোঃ জাহাঙ্গীর হোসেন, সাং- চতনখলা, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে- ছড়ারপাড়, কাদির মিয়ার বিল্ডিং, থানা- কোতয়ালী, জেলা- সিলেট, ২। সুজন মিয়া (১৯), পিতা- সেবুল মিয়া, সাং- টংঘর, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- শেখঘাট কলাপাড়া, বাবু মিয়ার বাসা, থানা- কোতয়ালী, জেলা- সিলেট, ৩। মোঃ মোকারম হোসেন (২০), পিতা- মোঃ মহব্বত আলী, সাং- মোহাম্মদপুর, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে- ছড়ারপাড়, মতিন মিয়ার কলোনী, থানা- কোতয়ালী, জেলা- সিলেট, ৪। হাসান আহমেদ হাসান (২৪), পিতা- আলাউদ্দিন, সাং- রায়েরগ্রাম, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট নামীয় ০৪ (চার) জুয়ারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ নগদ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামীগণ সহ অজ্ঞাতনামা আসামীগণের সহযোগীতায় দীর্ঘদিন ধরিয়া টাকা পয়সার বিনিময়ে ঝান্ডু মন্ডু নামক জুয়ার বোর্ডটি পরিচালনা করিয়া আসিতেছিল। জুয়ার নেশায় আসক্ত হইয়া দিন মজুর সাধারণ শ্রেণী পেশার মানুষেরা সর্বশান্ত হইতেছে।
উক্ত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করা হলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *