Home » অবশেষে কলকাতা একাদশে সুযোগ পেলেন সাকিব আল হাসান

অবশেষে কলকাতা একাদশে সুযোগ পেলেন সাকিব আল হাসান

অবশেষে কলকাতা একাদশে সুযোগ পেলেন সাকিব আল হাসান। হায়দরাবাদের বিপক্ষে করেছেন দুর্দান্ত বোলিংও। ৪ ওভারে ২০ রানে নিয়েছেন ১ উইকেট। এ ছাড়া রান আউট করেছেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসকেও।ম্যাচ শেষে সাকিবের প্রসংশায় মেতেছে নাইট দলপতি এউইন মরগান। তিনি বলেন, ‘আজকের (রবিবারের) ম্যাচে সাকিবের বিরাট প্রভাব ছিল। তার মতো একজন অভিজ্ঞ যোদ্ধা দলে থাকাটা অনেক বড় পাওয়া।’

সাকিবের প্রত্যাবর্তনের দিনে ৬ উইকেটে ম্যাচ জিতে প্লে-অফের সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে কলকাতা। হায়দরাবাদের করা ১১৫ রান ১৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ছাড়িয়ে যায় তারা। শুভমন গিল ৫১ বলে ৫৭ রান করেন ম্যাচসেরা হন। ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাননি সাকিব।

১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় চারে রয়েছে কলকাতা। লিগ পর্বে আরো একটি ম্যাচ হাতে আছে নাইটদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে পাঞ্জাব কিংস। ১২ ম্যাচ করে খেলা রাজস্থান ও মুম্বাইয়ের পয়েন্ট ১০। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে চেন্নাই, দিল্লি ও বেঙ্গালুরু।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *