Home » সিলেটে শনাক্তের হার মাত্র ১.৪৯

সিলেটে শনাক্তের হার মাত্র ১.৪৯

সিলেটে করোনাভাইরাসে শনাক্তের হার শূন্যের দিকে আগাতে শুরু করেছে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় শনাক্তের হার নেমে এসেছে ১.৪৯ ভাগে। যা গেল কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। এদিকে, সিলেটে মারা গেছেন আরও ২ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে মাত্র ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৭ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ২ জন ও হবিগঞ্জের ২ জন রয়েছেন।

৮৭১ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ১.৪৯ ভাগ। গত দুই দিন রোগী শনাক্ত হন যথাক্রমে ২৭ জন ও ২৬ জন করে। এরও আগের দিন ৩১ জন রোগী শনাক্ত হন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৫০৮ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৯৮ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৫৬৯ জন। সুনামগঞ্জের ৬২৩৬ জন, মৌলভীবাজারের ৮০৮৩ জন ও হবিগঞ্জের ৬৬২০ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট জেলায় ২ জন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৫৮ জন।

এর মধ্যে ওসমানীতে ১১৭ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৬৭ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩৫ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৯৯৯ জন।

তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮১ জন করোনা রোগী ভর্তি আছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *