Home » মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, অতীত ভুলে নতুন শুরু ইভার

মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, অতীত ভুলে নতুন শুরু ইভার

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ইভা রহমানের। সেই খবর এতদিন গোপন থাকার মধ্যেই এবার সামনে এসেছে ইভার নতুন বিয়ের খবর। সম্প্রতি ঢাকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। সংবাদমাধ্যমকে অতীত ভুলে নতুনভাবে জীবন শুরুর কথা জানিয়েছেন এই গায়িকা।

এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে কাজ করতেন ইভা রহমান। সেই সুবাদেই মাহফুজুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর বিয়ে করেন তারা। বিয়ের পর রোমান্টিক জুটি হিসেবে বিভিন্ন সময় দেখা গেছে তাদের। বেশ কিছুদিন আগে তাদের বিবাহবিচ্ছেদ হলেও এতদিন সে খবর গোপন ছিল।

সংবাদমাধ্যমকে ইভা জানিয়েছেন, রোববার (১৯ সেপ্টেম্বর) তার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ‘একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আত্মীয় স্বজনরা বিয়েতে উপস্থিত ছিলেন। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি।’

ইভার স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী। বর্তমানে নতুন স্বামীর সঙ্গে গুলশানে বসবাস করছেন ইভা।

সূত্র: নিউজ হান্ট

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *