হবিগঞ্জ জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৬ দালালকে আটক ও ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২ জনকে ৬ মাসের কারাদন্ড ও ৪ জনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামছুদ্দিন মো. রেজা।
ভ্রাম্যমাণ আদালত মো. শিরু চৌধুরী, মো. টেনু মিয়া, মো. আব্দুর রহিম, মো. বাছির মিয়ানামের চার ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে প্রত্যেককে জরিমানা করেন। এছাড়া মো. হাবিবুর রহমান নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা এবং জামাল আহম্মেদ নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনাকালে র্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান ও সিনিয়র এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে র্যাবসদস্যরা সহায়তা করেন।