Home » আগামী ৭ তারিখ নগরীতে দ্বিতীয়বারের মতো পরিচালিত হবে গণটিকাদান কার্যক্রম

আগামী ৭ তারিখ নগরীতে দ্বিতীয়বারের মতো পরিচালিত হবে গণটিকাদান কার্যক্রম

সিলেট নগরীতে দ্বিতীয়বারের মতো পরিচালিত হবে করোনাভাইরাস প্রতিরোধে গণটিকাদান কার্যক্রম। আগামী ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) এ কার্যক্রম পরিচালিত হবে।

তথ্যটি জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম। প্রথমবার নগরীর যেসব কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছিলো সেসব কেন্দ্রে দ্বিতীয়বারও ভ্যাকসিন প্রদান করা হবে।

তিনি বলেন, টিকা গ্রহণের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকবে। যেমন- আগেরবার তিনদিনের মধ্যে প্রথম দিন যে ব্যক্তি যে কেন্দ্রে টিকা নিয়েছিলেন, এবারও প্রথম দিন সেই কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি টিকার দ্বিতীয় ডোজ নেবেন। দ্বিতীয় দিন নিলে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন নিলে তৃতীয় দিন। এতে কোনো বিশৃঙ্খলা করা বা ধারাবাহিকতার ব্যত্যয় ঘটানো যাবে না।

উল্লেখ্য, গত (আগস্ট) মাসের ৭, ৮ ও ৯ তারিখ সিলেটে পরিচালিত হয় প্রথম দফা গণটিকাদান কার্যক্রম। ৭ আগস্ট সকাল ৯টায় সিলেটে গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। নগরীর চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নগরীর ২৭টি ওয়ার্ডে তিনটি করে ৮১টি কেন্দ্রে ৭, ৮ ও ৯ আগস্ট পরিচালিত হয় গণটিকাদান কার্যক্রম। এবারও একই কেন্দ্রগুলোতে প্রয়োগ করা হবে ভ্যাকসিন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *