Home » লন্ডনে জাতির জনকের ভাস্কর্যে পররাষ্ট্র মন্ত্রীর শ্রদ্ধা

লন্ডনে জাতির জনকের ভাস্কর্যে পররাষ্ট্র মন্ত্রীর শ্রদ্ধা

লন্ডনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন পররাষ্ট্র মন্ত্রী ড: একে আব্দুল মোমেন। এ সময় তার স্ত্রী সেলিনা মোমেন উপস্থিত ছিলেন। শনিবার লন্ডনের সিডনি স্টিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিতে গিয়ে মন্ত্রী বলেন, ইতিহাস সৃষ্টি করেছেন আফসার খান সাদেক। এর মাধ্যমে ব্রিটেনে থাকা নতুন প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারবে। এই ভাষ্কর্যের মাধ্যমে জানতে পারবে জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ একই সুতোয় গাঁথা। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য হাই কমিশনের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সহসভাপতি এম এ রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সহসভাপতি মারুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সহসভাপতি আলহাজ জালাল উদ্দীন, আব্দুল করিম নাজিম, সরোয়ার আহমদসহ অসংখ্য নেতাকর্মি। এসময় মন্ত্রী পরিদর্শন বইতে মন্তব্য লিখেন । এস এস

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *