শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: ধ্রুবতারা ইয়ুথ ডেভোলপমেন্ট ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ শহরের নবী নগর বিজিবি ক্যাম্পের শেষ প্রান্ত হোটেলে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সনজয় কান্তি দাশের সভাপতিত্বে, ফুজাইল আহমেদ জনির পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সিনিয়র সাংবাদিক এ.কে মিলন। জেলা শাখার সহ-সভাপতি শাহবাজ ইমরান, মঙ্গলসিনহা শুভ,রজত মজুমদার,আহমেদুল হক সুভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু দেবনাথ, ফাহিম আহমেদ রুকন, প্রজেক্ট ইনচার্জ মিহির তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক শামসুন নাহার শিলা, সোনিয়া আক্তার, সাদিকা আক্তার, পারুল আক্তার, খাদিজা আক্তার। এছাড়া আরও উপস্থিত ছিলেন আব্দুল খালেক, বেলায়েত, জুবায়ের। সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাতিন, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাকদ প্রভাংশু তালুকদার বিপ্টু। উপস্থিত ছিলেন সফল, সুহন, মিজান, মামুন, জুয়েল, সুমন, আহমেদ, বাবু প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন ধ্রুবতারা ইয়থ ডেভোলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশের যুব সমাজকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং মহিলাদের সাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। তাই আমাদের পিছিয়ে পরা জনপদ সুনামগঞ্জ এর যুবকদের আত্ম উন্নয়ের জন্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহন করার জন্যে কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করা হয়।
This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.