ডেস্ক নিউজ :
নগরীর মিয়া ফাজিলচিস্ত আবাসিক এলাকা থেকে জেসমিন (১৬) নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জেসমিন গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার পূর্ব টেকেরে খাল এলাকার মৃত বিলাল উদ্দিনের মেয়ে। রাত সোয়া ১২টার দিকে মিয়া ফাজিলচিস্ত এলাকার ১৬২ নং বাসা থেকে তার লাশ উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ। এদিকে লাশের সাথে একটি চিরকুটও পাওয়া যায়। চিরকুটে লিখা ছিলো- তার ভুলের জন্য যেন তাকে ক্ষমা করে দেয়া হয় এবং তার লাশ যেন তার বাবার কবরের পাশে দাফন করা হয়। জানা যায়, বাসার মালিক আলমগীর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার স্ত্রীকে আনতে বাসা তালাবদ্ধ করে শশুরবাড়ি যান। রাত ১০ টার দিকে বাসায় ফিরে জেসমিনের লাশ রুমে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ রাত সোয়া ১২টার দিকে তার লাশ উদ্ধার করে। কোতোয়ালী থানার এসআই আকবর ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।