Home » নগরী থেকে তীর শিলং জুয়ার সামগ্রীসহ আটক ৩

নগরী থেকে তীর শিলং জুয়ার সামগ্রীসহ আটক ৩

ডেস্ক নিউজ:

 নগরীর শেখঘাট পিছেরমুখ নদীরপাড়স্থ খোলা মাঠে অভিযান পরিচালনা করে তীর শিলং জুয়া খেলার সামগ্রীসহ তিন জুয়ারীকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জামশেদ আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার নদীরপাড়স্থ খোলা মাঠে অভিযান পরিচালনা করে। আটক জুয়ারীরা উক্ত স্থানসহ সিলেট শহরের বিভিন্ন স্থানে ভারতীয় তীর শিলং নামক জুয়া খেলার আসর বসিয়ে এলাকার উঠতি বয়সের যুবকদের জুয়ার নেশায় আসক্ত করে এলাকার পরিবেশ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের কার্যকালাপে ঘটনাস্থল এলাকার লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং রমজান মাসের পবিত্রতার বিঘ্নিত হচ্ছে।
আটক জুয়ারীদের আসামী করে ইন্সপেক্টর মো. জামশেদ আলম কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *