সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (৩১ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৩ জন। যার সর্বাধিক সিলেট জেলায় ৫৪০ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ৬০ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে নতুন শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯ হাজার ৪৫৬ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৬৯৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৬০৫ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ৪৯৫ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৪১৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ১৫২ জন।
অপরদিকে নতুন শনাক্ত হওয়া ৩৪০ জনের করোনা আক্রান্ত রোগীর ১৭৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৩২ জন, হবিগঞ্জের ৫৫ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৪৪ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।
বার্তা বিভাগ প্রধান