Home » সিলেটে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ১৪, শনাক্ত ৫৬৪ জন

সিলেটে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ১৪, শনাক্ত ৫৬৪ জন

সিলেটে গত ২৪ ঘন্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। যা সিলেটে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এসময় বিভাগে নতুন করে আরও ৫৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে শনাক্ত ছাড়াল ৩৬ হাজার।

সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। মোট টেস্টের ৪২.০০ শতাংশই করোনা আক্রান্ত। এর মধ্যে সিলেট জেলায় ৪১.৮৫ শতাংশ, সুনামগঞ্জে ৪৪.৫৮ শতাংশ, হবিগঞ্জে ৪৩.৭১ শতাংশ এবং মৌলভীবাজারের ৩৫.৬৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় শনাক্ত ৫৬৪ জন রোগীর মধ্যে ২৪৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১০৭ জন, হবিগঞ্জের ১৪৬ এবং ৬২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন।

গত ২৪ ঘন্টায় সিলেটে ৪২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২৯৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৬৫ জন, হবিগঞ্জ জেলর ৩৫ জন এবং ২৮ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

সূত্র জানায়, আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬ হাজার ২১০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৩ হাজার ১২১ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৮৬ জন, হবিগঞ্জে ৪ হাজার ২২৭ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৭৭৬ জন রয়েছেন।

সিলেট বিভাগে আজ আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জ জেলার ৩ জন এবং হবিগঞ্জ জেলার ১ জন বাসিন্দা রয়েছেন।

এনিয়ে সিলেট বিভাগে ৬৩১ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫০২ জন, সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ২৯ জন এবং মৌলভীবাজার জেলায় ৫৩ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ২৮ হাজার ৮৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৯ হাজার ৮৬৪ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৬৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪২৬ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৮৪ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ৩৭৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৬৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৫৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩০ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *