স্টাপরিপোটার : সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঞ্চল্যকর স্কুল ছাত্র সুমেল ও কৃষক ছরকুম আলী দয়াল হত্যাকান্ডের প্রধান আসামী খুনি সাইফুলের দুই সহযোগীকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ, আজ সন্ধায় ইসলামপুর গ্রামের মখলিচ আলী ও আতাউর রহমানকে তাদের নিজ বাড়ী থেকে আটক করা হয়।
গত দুই মাস ধরে আটকৃতরা খুনি সাইফুলের সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। অতি গোপনে আজ তারা বাড়িতে আসলে, কয়েকটি গ্রামের লোকজন ঘেরাও করে থানা পুলিশ কে খবর দেয়। এস আই জাহাঙ্গীর তাদের কে থানা নিয়ে আসেন।এই তথ্য নিশীত করেছেন স্কুল ছাত্র সুমেল হত্যার বাদী ইব্রাহিম আলী।
এলাকাবাসী ধারণা আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে খুনি সাইফুলের অবস্থান জানা যাবে। আটকৃতরা প্রায় দুই মাস সাইফুলের সাথে ছিল বলে একটি সূএ জানায়।