Home » সিলেট গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮, শনাক্ত ২৯৯ জন

সিলেট গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮, শনাক্ত ২৯৯ জন

সিলেটে দিন দিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। সিলেটে শুক্রবার একদিনে ২৯৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

সিলেটে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা সবাই সিলেট জেলার বাসিন্দা।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, শুক্রবার ওসমানীর ল্যাবে ১৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

আর, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪ জন, সুনামগঞ্জের ৩৫ জন, হবিগঞ্জের ৪৫ জন এবং মৌলভীবাজার জেলার ৩৪ জন রয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *