সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি রয়েছেন। রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন এ হাসপাতালের চিকিৎসকরা।
ঝুঁকি থাকা সত্ত্বেও বাড়তি রোগীর কারণে এক ক্যাবিনে রাখতে হচ্ছে একাধিক করোনা রোগীকে। শামসুদ্দিন হাসপাতাল সূত্র জানায়, শনিবার (১৭ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ১০৫ জন রোগী। আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন ১৫ জন রোগী।
হাসপাতালের চিকিৎসকরা বলছেন, সিলেটের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। সকলকে সচেতনতার মাধ্যমে বর্তমান ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. নাফি মাহদি বলেন, রোগীর চাপ অনেক বেড়েছে। ধারণক্ষমতার বেশি রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। ক্যাবিনে একই পরিবারের দুজন রোগী থাকছেন। বাধ্য হয়েই এমনটা করতে হচ্ছে।
তিনি আরও বলেন, সামনে ঈদ। তারমধ্যে সিলেটের করোনা পরিস্থিতি ভয়ংকর হচ্ছে। সকলকে সচেতন হতে হবে। নয়তো পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে।
তবে হাসপাতালটিতে অক্সিজেনের কেনো ঘাটতি নেই উল্লেখ করে ডা. নাফি মাহদি বলেন, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপোর্ট রয়েছে।
বার্তা বিভাগ প্রধান