ঈদের পরে ২৩ জুলাই থেকে জারি হতে যাওয়া কঠোর বিধি-নিষেধের সময় সব শিল্প-কারখানা বন্ধ রাখবেন বলে গার্মেন্ট মালিক সমিতির পক্ষ থেকে কথা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার একাত্তর টেলিভিশনের টকশো একাত্তর জার্নালের শুরুতেই আলেচনায় তিনি এ কথা জানান।
শিথিল সময়ের পরে আবারও কঠোর বিধি-নিষেধ জারি হতে যাচ্ছে বললেও আসলে সব বন্ধ করা সম্ভব হবে কিনা অনুষ্ঠানের আলোচক জ ই মামুনের প্রশ্নের ভিত্তিতে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এবার গার্মেন্টসহ অন্যান্য কারখানা বন্ধ থাকবে।
এসময় উপস্থাপক মিথিলা ফারজানা সন্দেহ প্রকাশ করে বলেন, এর আগেও একাধিকবার কারখানা বন্ধ থাকার কথা বলা হলেও পরে মালিকদের কারণে খুলে দিতে হয়েছে। এবারও তেমন কিছু ঘটবে কিনা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এবার তারা কথা দিয়েছেন কারখানা বন্ধ থাকবে।
বার্তা বিভাগ প্রধান