কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের কাজ চলায় দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে বিকল্প সড়ক হিসেবে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সহাসড়কে যানবাহন চলাচল করছে। এ অবস্থায় বুধবার (১৪ জুলাই) যানবাহনের তীব্র চাপের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে অন্তত ৫০ কিলোমিটার পথজুড়ে থেমে থেমে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগ বলছেন যানজট নিরসনে তারা দিনরাত কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি অবস্থিত লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের কাজ চলছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেযানবাহন সমূহকে শুধু সেতুর একপাশ দিয়ে চলাচল করতে বলা হয়েছে। এ ছাড়া একইদিন আজ রাত ১০টার পর থেকে ১৪ জুলাই বিকাল ৩ টা পর্যন্ত লাঙ্গলবন্দ সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ সময় বিকল্প পথ হিসেবে হালকা যানবাহন সমূহকে মোগদাপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারী যানবাহনকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
এদিকে তীব্রযানজটের কারণে শতশত যানবাহনের চালকেরা পণ্য নিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। গার্মেন্টস পণ্য নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী লরি চালক টুটুল আহমেদ বলেন,গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। প্রায় ১২ ঘণ্টা পর সকালে আমি ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছি। সড়কের যে অবস্থা গন্তব্যে কখন পৌঁছাবো জানি না।
কোরবানি পশু নিয়ে ঢাকা থেকে ফেণীমুখি ট্রাকের চালক আমিনুল ইসলাম বলেন, দীর্ঘ ১০ ঘণ্টা ধরে পশুগুলো নিয়ে জ্যামে আটকে আছি। গরুগুলোর খাবার প্রয়োজন। অন্যথায় অসুস্থ হয়ে পরবে। কখন গন্তব্যে পৌঁছাবো আল্লাই ভালো জানেন।
রাজশাহী থেকে আম নিয়ে চট্টগ্রামগামী কভার্ড ভ্যানের চালক স্বরজিৎ দাস বলেন, কাল সকালে রাজশাহী থেকে আম নিয়ে রওনা হয়েছিলাম চট্টগ্রাম যাওয়ার জন্যে। সকালে আমি ব্রাহ্মণবাড়িয়া। এই ২৪ ঘণ্টার মধ্যে আমি চট্টগ্রাম থেকে ফেরার কথা। অথচ আমি এখনও চট্টগ্রাম থেকে প্রায় তিনশ’ কিলোমিটার দূরে অবস্থান করছি। গাড়ির ভেতরে আমগুলোর কী অবস্থা জানতে পারিনি। তবে আম পচনশীল পণ্য, তাই যথাসময়ে আনলোড না করা হলে সমস্যা হতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া শহর ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক আতিকুল ইসলাম শিমুল বলেন, নায়ায়নগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করার কারণে বিকল্প সড়ক কুমিল্লা- ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিয়ন্ত্রণ করতে গিয়ে রাতদিন হিমশিম খেতে হচ্ছে।
তবে লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি তেমন নেই জানিয়ে বলেন, আজ বিকাল ৩টায় ব্রিজের মেরামত কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
বার্তা বিভাগ প্রধান