ডেস্ক নিউজ : মাদক নির্মূলে সারা দেশে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পহেলা রমজান থেকে ১০ রমজান পর্যন্ত ৯ হাজার ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৪১ কোটি ৫৭ লাখ টাকা সমমূল্যের ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।”
“পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া সহেলী ফেরদৌস বলেন, মাদকের বিরেুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে পুলিশের অভিযান চলছে।”
“পহেলা রমজান থেকে ১০ রমজান পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৯ হাজার ২০ জনকে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ৭ হাজার ২৬টি মামলা হয়েছে।”
“গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪১ কোটি ৫৭ লাখ টাকা সমমূল্যের ১৭ লাখ পিস ইয়াবা, ২ হাজার ২৮৬কেজি গাঁজা, দেশি মদ ৫৫ হাজার লিটার, ২৩ কেজি হেরোইন, ১৬ হাজার ফেন্সিডিল, ১ হাজার ২১০ ক্যান বিদেশি বিয়ার, আগ্নেয়াস্ত্র, প্রাইভেটকার, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে।”