বর্ষার মধ্যেই শুরু হলো তাপপ্রবাহ। বাতাসেও জলীয় বাষ্পের পরিমাণ বেশি। ফলে গরমে হাঁসফাঁস সিলেটবাসী। চলতি মৌসুমে এটা নবমবারের মতো তাপপ্রবাহ শুরু হলো।
মধ্যরাত থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাত কমে যাওয়ায় সিলেট অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এ অবস্থায় মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিমি বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে পারে।
বুধবার নাগাদ আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না। বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
বার্তা বিভাগ প্রধান