বর্তমান করোনার ভয়াবহ পরিস্হিতিতে মুসল্লীদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধিতে সিলেট বৃহত্তর টিলাগড়ের বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটি ও খতিবদের সাথে মতবিনিময় করা হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী এ সভার উদ্যোগ নেন। সভার মসজিদগুলোতে স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় শফিকুর রহমান চৌধুরী বলেন, ইমাম-খতিবদের করোনা ভাইরাস তথা মহামারী বিষয়ক আলোচনা ও খুতবার মাধ্যমে মুসল্লীদের সচেতন করতে হবে। সংক্রমণ রোধে মসজিদের মুসল্লীদের জন্য মাস্ক সরবরাহ করার পাশাপাশি তা ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
চলমান বিধি নিষেধ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যে যার অবস্থান থেকে বিধি নিষেধ পালন করবেন এবং প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করবেন, তাহলেই আমরা এ মহামারী কাটিয়ে উঠতে সক্ষম হবো।
শনিবার (১০ জুলাই) রাতে টিলাগড়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মোঃ ছমর উদ্দিন মানিক, নুরুল ইসলাম মাখন, মুজিবুর রহমান বেগ, রিয়াজ উদ্দিন, আব্দুল আলী, মাওলানা মুফতি বুরহান উদ্দিন, মাওলানা মুফতি শহীদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, তফজ্জুল হোসেন, কবিরুল ইসলাম কবির, জহিরুল ইসলাম চৌধুরী মাছুম, রশিদুল ইসলাম রাশেদ, তুহিন আহমদ, মোঃ ফয়জুল্লাহ, হাফিজ আব্দুল হেকিম, মারুফ আহমদ, সৈয়দ মাছুম আহমদ প্রমুখ।
বার্তা বিভাগ প্রধান