গোলাপগঞ্জে তোতা মিয়া (৬০) হত্যাকান্ডের ঘটনায় ছেলেসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঘা ইউপি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজার এলাকার নিহত তোতা মিয়ার ছোট ছেলে তামিম আহমদ (২০) ও বাঘা পরগণা বাজার কান্দিগাও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আলাল আহমদ (৩০)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার ২ জুলাই রাত ৮ টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন তোতা মিয়া।
পরে শনিবার (৩জুলাই) রাতে নিহতের বোন ও বিয়ানীবাজার উপজেলার হেতিমখানী গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী ছালেহা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
বার্তা বিভাগ প্রধান