Home » সিলেটে লকডাউন অমান্য করায় ২ লাখ ১৭ হাজার টাকা জরিমানা

সিলেটে লকডাউন অমান্য করায় ২ লাখ ১৭ হাজার টাকা জরিমানা

সিলেটে নগরীতে লকডাউন অমান্য করায় ২৫ জনকে ১১ হাজার টাকা এবং সিলেট জেলায় ১৭২টি মামলা ও ২ লাখ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সবমিলিয়ে জরিমানা আদায় করা হয়েছে ২ লাখ ১৭ হাজার।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, প্রথম দিনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে ২৫ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। লকডাউন অমান্য করায় ১০৪টি যানবাহন আটক ও ৪৮টি মামলা করে মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে ২৭টি সিএনজি অটোরিক্সা, ৮৯টি মোটরসাইকেল, ২৫টি প্রাইভেট কার এবং ৩১টি বিভিন্ন ধরণের যানবাহন রয়েছে।

সিলেট জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার শামিমা লাবিবা অর্ণব জানান, লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ৩৩ ভ্রাম্যমান আদালত সিলেট মহানগরসহ জেলায় কাজ করছে। এসময় লকডাউন অমান্য করায় ১৭২ টি মামলা এবং ২ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *