Home » ভারত থেকে কমান্ড স্টাইলে সিলেটে অনুপ্রবেশকালে নাইজেরিয়ান নাগরিক আটক

ভারত থেকে কমান্ড স্টাইলে সিলেটে অনুপ্রবেশকালে নাইজেরিয়ান নাগরিক আটক

ভারত থেকে সিলেট সীমান্ত দিয়ে কমান্ড স্টাইলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাত সাড়ে ৯টার সময় সিলেটের তামাবিল স্থলবন্দরের পিছন দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।

আটক নাইজেরিয়ান নাগরিকের নাম ওনিবুকুউউউ স্ট্যালি ইজিডাব্লু (ONYEBUCHUKWU STANLEY EGWU)। বয়স ৩১ বছর এবং তার পাসপোর্ট নাম্বার A10342855।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার মো. সুরুজ মিয়ার নেতৃত্বে একদল বিজিবি তামাবিল স্থলবন্দরের পিছনে অবস্থান নেয়। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে ওই নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তবে সতর্ক বিজিবি জোয়ানরা তাকে ধাওয়া করে আটক করে ফেলেন।

তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে বিজিবি। বিষয়টি সোমবার রাত ১২টায় নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *