Home » জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত পরীমণি

জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত পরীমণি

সম্প্রতি বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলার পর পরীমণিকে নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। গত মঙ্গলবার (১৫ জুন) পরীমণি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে হাজির হয়ে ছিলেন। ওই দিন থেকেই জ্বর জ্বর ভাব ছিল তার। থানা-পুলিশ, মামলা- ধকল সামলাতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা।

ঘটনার পর থেকেই ঘনিষ্ঠদের বলে আসছিলেন তিনি মানসিকভাবে তো বটেই শারীরিকভাবেও অসুস্থ বোধ করছেন। পরীমিণির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুন) থেকে পুরোপুরি জ্বরে আক্রান্ত তিনি, সঙ্গে হালকা কাশিও রয়েছে। চিকিৎসকের পরামর্শে পরীমনি ওষুধ খাচ্ছেন, বাসায় রয়েছেন। তার তীব্র শারীরিক কোনো সমস্যা নেই। তবে এখনও করোনাভাইরাসের সংক্রমণের বিষয়ে তারা ভাবছেন না। মানসিক চাপ কমাতে পরী মোবাইল ফোন বন্ধ রেখেছেন।

এদিকে বনানীতে পরীমনির বাসার নিচে শুক্রবারও ছিল সংবাদমাধ্যমের আনাগোনা। সুযোগ পেলে পরীমনির সঙ্গে কথা বলতে চান তারা।

এর আগে, গত রোববার (১৩ জুন) রাতে নিজের ফেসবুক পেজে নিজেকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন পরিমণি। বিচার চেয়ে আবেদন করেন প্রধানমন্ত্রী বরাবর।

পরেরদিন সোমবার সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে ঢাকা বোট ক্লাবের এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ অজ্ঞাত চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। এদিনই নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনকে উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মাদক মামলায় নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি, লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা বর্তমানে রিমান্ডে আছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *