Home » সিলেট-৩ আসনে লড়তে মনোনয়ন জমা দিলেন ৫ জন

সিলেট-৩ আসনে লড়তে মনোনয়ন জমা দিলেন ৫ জন

দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনে উপনির্বাচনে ভোটযুদ্ধে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৫ জন। মঙ্গলবার (১৫ জুন) সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এই ৫ জন মনোনয়নপত্র জমা দেন।

বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদের।

মরহুম এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের আসনে লড়তে যাওয়া পাঁচ প্রার্থী হচ্ছেন, আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন রুমা এবং শেখ জাহেদুর রহমান মাসুম।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনের বিভিন্ন সময় তারা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

এসময় তাদের সঙ্গে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *