ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ঘটলো হৃদয়বিদারক ঘটনা। ডেনমার্ক ও ফিনল্যান্ড ম্যাচে হঠাৎ মাঠেই লুটিয়ে পড়লেন ক্রিস্টিয়ান এরিকসেন। মাঠেই তার তাৎক্ষনিক চিকিৎসা চলছিল। এক পর্যায়ে এরিকসনের বুকে হাত দিয়ে চেপে শ্বাস-প্রশ্বাস ফেরানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু অবস্থা খারাপের দিকে যাওয়ায় ম্যাচটি ফের মাঠে গড়াতে পারেনি। ম্যাচটি সাময়িক পরিত্যক্ত ঘোষণা করেছে ইউরোপের ফুটবল সবচেয়ে বড় নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা।
কোপেনহেগেনের মাঠে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলছিল ডেনমার্ক। কিন্তু ফিনল্যান্ডের জমাট রক্ষণের কারণে গোল পাচ্ছিল না। ম্যাচ যখন প্রথমার্ধের শেষের দিকে। ঠিক তখন ডেনিশদের আরও একটি আক্রমণ। কিন্তু থ্রো-ইন থেকে বল আসার আগেই ঘটে দুর্ঘটনা! হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন অ্যাটাকিং মিডফিল্ডার এরিকসেন। সঙ্গে সঙ্গে সতীর্থরা দৌড়ে আসেন। আসেন মেডিকেল টিমের সদস্যরা। কিন্তু অনেকক্ষণ ধরে মাঠে চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারেননি। শেষ পর্যন্ত সতীর্থরা পর্দা দিয়ে ঘিরে তাকে মাঠের বাইরে নিয়ে যান। পরে ইউরো চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা দেওয়া হয়।
বর্তমানে এই ডেনিশ তারকাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত ছিল গোলশূন্য।
বার্তা বিভাগ প্রধান