চুয়াডাঙ্গা’র কার্পাসডাঙ্গায় করতো ইংরেজ শাসন,
চতুর্দিকে অবিচার আর অন্যায়েরই ভাষণ।
গুটি গুটি দু’পায়েতে-
চুপি চুপি এ গাঁয়েতে-
হর্ষপ্রিয়’র আট চালাতে পেল কবি আসন,
মিষ্টি কথার ছড়িয়ে ঘ্রাণ-
বাঙালীদের জাগাল প্রাণ-
গান কবিতা গল্প লিখে ভাগাতে দুঃশাসন।
কমল মাটি গায়ে মেখে-
স্মৃতির ফ্রেমে ছবি এঁকে-
বুকের প্রেমে হৃদয় ঢেলে করল সবার আপন,
সুবাতাসে ডানা মেলে-
মুক্ত পথে হেসে খেলে-
বাংলা সুরে গেয়ে যেতে ভরল চোখে স্বপন।
লিচুচোর ও পদ্মগোখরা অসংখ্য গান লিখে গেল,
এখান থেকে তাড়াতে ব্রিটিশ,সব বাঙালির শিখে গেল।
কাজী নজরুল ফুঁটালো ফুল খড়ের ঘরে বাস করে,
সব বাঙালীর মনের ঘরে চেতনাকে চাষ করে।
স্মৃতির পলক ঝলক মারে মাটির ঘরের পিঁড়ি বসা,
‘কোনকূলে আজ ভিড়লো তরী’ ভৈরব তীরের সিঁড়ি বসা।
বাবুদের ওই তাল পুকুরে কালজয়ী এ লিচুচোর,
‘হাবুদের ডাল কুকুরে’ চেয়ে আজো পিছু তোর।
মহিম বাবুর আমন্ত্রণে এইখানেতে আসার কথা,
মনে পড়ে আপন করে সবার ভালবাসার কথা।
গান কবিতা গল্প লেখার নিত্য নতুন পর্ব,
ওগো বুলবুল প্রিয় নজরুল এ বাঙালীর গর্ব।
লেখক –
শরীফ সাথী
গীতিকার : বাংলাদেশ বেতার।
বসবাস: সাহিত্য সদন (৩য় তলা)
কোমরপুর, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা -৭২২১।
বাংলাদেশ।