সিলেট মেট্রোপলিটন পুলিশ এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত করা হয়। ০৬/০০৬/২০২১খ্রিঃ সিলেট মেট্রোপলিটন পুলিশ এর সদরদপ্তর সম্মেলন কক্ষে এসএমপির ২০২১-২০২২ খ্রিঃ অর্থ বছরের কর্মকান্ড সম্বলিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (Annual Performance Agreement) মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয় এর সাথে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম নিজ নিজ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর ও হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) জনাব পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ইয়াহিয়া আল মামুন। জনগনকে কাঙ্খিত সেবা প্রদান এবং সরকারী কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনের মাধ্যমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শতভাগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য যে, গত ০৩/০৬/২০২১খ্রিঃ এসএমপি’র দুটি বিভাগের (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনারগণের সাথে নিজ নিজ বিভাগের থানাসমূহের অফিসার ইনচার্জগণের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।