Home » দেশে অনুমোদন পেলো চীনের সিনোভ্যাক

দেশে অনুমোদন পেলো চীনের সিনোভ্যাক

চীনের বেসরকারি কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের অনুমোদন দিলো বাংলাদেশ। রোববার (৬ জুন) ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ বছরের বেশি বয়স্কদের এ ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার দুই থেকে চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিতে হবে। এই ভ্যাকসিনের সংরক্ষণ তাপমাত্রা ২-৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে ১ জুন জরুরি ব্যবহারের জন্য সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত ভ্যাকসিনটি অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও এক বিবৃতিতে জানায়, উৎপাদন প্রক্রিয়া, মান ও নিরাপত্তার দিক থেকে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখায় দুই ডোজের এ ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হলো।

এর তিনদিন পর তিন থেকে ১৭ বছর বয়সের শিশুদের জন্য সিনোভ্যাকের কোভিড-১৯ টিকা দেওয়ার জরুরি অনুমোদন দেয় চীন। শুক্রবার (৪ জুন) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানান চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানির প্রধান ইয়িন উইডং।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *