প্রতিষ্ঠানের নামে ফেসবুকে একাধিক ভুয়া আইডি ও পেজ তৈরির অভিযোগে সাধারণ ডায়েরি করেছে কাকলী ফার্নিচার কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের পক্ষে চেয়ারম্যান সোহেল রানা গত (৩০ মে) গাজীপুরের শ্রীপুর মডেল থানায় এ ডায়েরি করেন।
অভিযোগে সোহেল রানা বলেন, ‘অজ্ঞাত ব্যক্তিরা আমার প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে আইডি ও পেজ তৈরি করেছে। আমার প্রতিষ্ঠানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এ ধরনের কাজ করছে। প্রতিষ্ঠানটির তারা ক্ষতি করতে পারে, এ জন্যই সাধারণ ডায়েরি করা।’
তিনি বলেন, ‘জনপ্রিয়তাকে পুঁজি করে বেশ কয়েকটি চক্র ফেসবুকে “কাকলী ফার্নিচার” নামে ভুয়া আইডি ও পেজ তৈরি করেছে। যাতে বিব্রত অবস্থায় পড়েছে প্রতিষ্ঠানটি। কাকলী ফার্নিচারের ফেসবুক আইডি ও পেজ একটি। অন্যান্য পেজ দেখে গ্রাহকরা যেন প্রতারিত না হন সে জন্যই থানায় সাধারণ ডায়েরি করেছি।’
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন বলেন, ‘ফেসবুকে কাকলী ফার্নিচার নির্ধারিত আইডি ও পেজ ছাড়া অনেকেই প্রতিষ্ঠানটির নামে একাধিক আইডি ও ফেসবুক তৈরি করেছেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। আমরা এ বিষয়ে কাজ করছি, সাইবার টিমের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
‘দামে কম মানে ভালো, কাকলী ফার্নিচার’ এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ভাইরাল হয়। তারপর থেকেই বাংলাদেশসহ ভারতে ব্যাপক জনপ্রিয়তা পায় কাকলী ফার্নিচার।
বার্তা বিভাগ প্রধান