করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মারা গেছেন ১২ হাজার ৬১৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৭১০ জনের করোনা শনাক্ত হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। যেখানে রবিবার এক হাজার ৪৪৪ জন ও শনিবার এক হাজার ৪৩ জনের শনাক্তের খবর জানানো হয়েছিল। এ নিয়ে করোনায় সরকারি হিসাবে এখন পর্যন্ত আট লাখ ৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত বছরের ৮ মার্চ প্রথম দেশে তিন জনের করোনা শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫৬৭ জন। তাদের নিয়ে করোনা থেকে সুস্থ হলেন সাত লাখ ৪০ হাজার ৩৭২ জন। ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ। আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয় ১৮ হাজার ৮৬২টি। বিপরীতে করোনার নমুনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ১৭৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৪৭ হাজার ৫১৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৪৩ হাজার ২৮টি, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৬ লাখ চার হাজার ৪৮৫টি। দেশে বর্তমানে ৫০৩টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এরমধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ১২৯টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৪৪টি পরীক্ষাগারে এবং র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৩৩০টি পরীক্ষাগারে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে পুরুষ ২৫ জন, আর নারী ১১ জন। দেশে করোনায় এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৯ হাজার ১১৩ জন। আর তিন হাজার ৫০৬ জন নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন পাঁচ জন, আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন চার জন। এদের মধ্যে ঢাকা বিভাগের নয় জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, রাজশাহী বিভাগের আট জন, খুলনা বিভাগের ছয় জন আর সিলেট বিভাগের একজন।
৩৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২৮ জন, বেসরকারি হাসপাতালে ছয় জন আর বাড়িতে দুই জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৫৬৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭০০ জন, চট্টগ্রাম বিভাগের ৫৬৯ জন, রংপুর বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৭৮ জন, বরিশাল বিভাগের ৭২ জন, রাজশাহী বিভাগের ৫১ জন, সিলেট বিভাগের ৬০ জন আর ময়মনসিংহ বিভাগের ১৬ জন।
বার্তা বিভাগ প্রধান