Home » সুহানার হাতব্যাগের দামই তিন লাখের বেশি

সুহানার হাতব্যাগের দামই তিন লাখের বেশি

শাহরুখ খান ও গৌরী দম্পতির তিন সন্তান। আরিয়ান খান, সুহানা খান ও আবরাম খান। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তিনজনই তুমুল জনপ্রিয়। কদিন আগেই সুহানা ২০ বসন্ত পার করে পা দিলেন ২১-এ। সেই উপলক্ষে মা গৌরী খান টুইটারে জানিয়েছিলেন শুভেচ্ছা। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

গৌরী লিখেছিলেন, ‘শুভ জন্মদিন সুহানা। আমরা তোমাকে আজ ভালোবাসি, গলকালও ভালোবেসেছি, আগামীকালও বাসব।’ এই পোস্টেই একজন গৌরীকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এই যে শুনুন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি লাখ টাকার বেশি কামাই করি।’

একজন সুহানার একটা ছবি পোস্ট করে লিখেছেন, ‘শখ দেখে হাসতে হাসতে মরে যাই! ভাই শোনেন, সুহানার হাতে ডিওরের যেই ব্যাগটা দেখতে পাচ্ছেন, এর দাম তিন লাখ রুপির বেশি। সঙ্গে ভ্যাট আর ডেলিভারি চার্জও আছে। আপনার চার মাসের বেতন চলে যাবে ওর একটা ব্যাগ কিনতে।’ আরেকজন লিখেছেন, ‘ভাই, আপনাকে দেখে সাহস পাইলাম। আপনাকে তো সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া দরকার।’ আরেকজন মজা করে লিখেছেন, ‘দেইখেন, সালমান খানের বডিগার্ড আপনাকে শায়েস্তা কারার জন্য খুঁজছে। সাবধানে থাকবেন।’

অন্যদিকে সুহানাও মন্তব্য না করে পারেননি। কেবল লিখেছেন, ‘পড়াশোনা, জামাকাপড়, ব্যবহার্য, কেনাকাটা, গাড়ি সব খরচ বাদে কেবল আমার হাতখরচই লাখ টাকা।’
সুহানা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ’ নিয়ে পড়াশোনা করছেন। সেখানেই একটা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন। ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা দিয়েছিলেন সুহানা। শিগগিরই নাম লেখাবেন বলিউডের খাতায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *