কয়েকদিনের প্রচণ্ড তাপদাহের পর মুসলধারে বৃষ্টিতে ভিজে গেলো সিলেট। প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি সিলেটবাসীকে শীতল পরশ বুলিয়ে গেলো। সোমবার (৩১ মে) সকাল থেকেই সিলেটের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদফতর পূর্বাভাসও দিয়েছিল, বৃষ্টি হবে। বেলা সাড়ে ১১টা থেকে হয় তুমুল দমকা হাওয়া। এরপরই বৃষ্টি।
হবিগঞ্জ ছাড়া সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় মুসলধারে বৃষ্টি হবে। সেই সাথে কোথাও কোথাও হালকা আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মাধ্যমে কমে আসবে তাপমাত্রা। এরপর তাপমাত্র খুব একটা বাড়বে না। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেট বিভাগে টানা বৃষ্টি হবে। হবিগঞ্জে বৃষ্টি কম হবে। তবে বিভাগের অন্যান্য জেলায় বৃষ্টি মুসলধারে হবে। স্বাভাবিক লঘুচাপের প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে। তিনি জানান, এই বৃষ্টির পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। আর বেশি বাড়বে না। গত ২৪ ঘণ্টায় সিলেটের সিলেটে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
বার্তা বিভাগ প্রধান