দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪০ জন। এর আগের ২৪ ঘণ্টায় ২৫ জন মারা গিয়েছিলেন। অর্থাৎ এক দিনের ব্যবধানে ১৫ জন বেশি রোগীর মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৬৭৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জন এবং মারা গেছেন ১২ হাজার ৪৪১ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৭৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন।
মঙ্গলবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৬৪৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬২৪টি। এখন পর্যন্ত ৫৮ লাখ ৫৪ হাজার ৯১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ০৮ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৫৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৬ জন পুরুষ এবং নারী ১৪ জন। এখন পর্যন্ত পুরুষ ৮ হাজার ৯৯৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৪৪৬ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ৫ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন; খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে ৩ জন করে এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৯ জন, বেসরকারি হাসপাতালে ৯ জন এবং বাসায় ২ জন মারা গেছেন।
বার্তা বিভাগ প্রধান