Home » গত ২৪ ঘন্টায় সিলেটে শনাক্ত ৯৭ জন, বাড়ছে করোনার ভয়বহতা

গত ২৪ ঘন্টায় সিলেটে শনাক্ত ৯৭ জন, বাড়ছে করোনার ভয়বহতা

সিলেট বিভাগে থামছে না করোনায় ভয়বহতা। সেই সাথে বাড়ছে প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে কারো মৃত্যু হয়নি। আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৯৭ জন। যার মধ্যে ৫৮ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫০ জন। বুধবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৯৭ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৮ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ৬ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে আরও ১৯ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৯৭ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৭৬ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ০৭০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৬৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৪৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৯৩ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫০ জন। এরমধ্যে সিলেটের ৪০ জন ও মৌলভীবাজারের ১০ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৪৯৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৫৮৩ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৯৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৫৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৬৬ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৮০ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮১ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩০৬ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *