Home » দেশে পাঁচ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ার তথ্য

দেশে পাঁচ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ার তথ্য

দেশে আরেকজনের দেহে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বি ১৬১৭ পাওয়া গেছে। রবিবার (১৬) মে তাদের নমুনা জিনোম সিকোয়েন্সের ফল গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) ডেটাবেসে আপলোড করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত পাঁচ জনের মধ্যে ভারতীয় এই ভ্যারিয়েন্টের শনাক্ত হওয়ার তথ্য সেখানে আপলোড করা হয়েছে।

জিআইএসএআইডি বলছে, আক্রান্ত ব্যক্তি একজন নারী এবং তার বয়স ৪৬। তার ভারত ভ্রমণের অভিজ্ঞতা আছে। গত ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। আইইডিসিআর সেই রোগীর নমুনা জিনোম সিকোয়েন্স করেছে এবং সেই তথ্য ডেটাবেজে জমা দিয়েছে আইদেশি-আইইডিসিআর এবং আইসিডিডিআরবি।

উল্লেখ্য, আরও চার জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ার তথ্য সেখানে জমা আছে। এর মধ্যে দুটি জিনোম সিকোয়েন্স করে নিশ্চিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আইইডিসিআর।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *