লেখক:মেহেরুন নেছা
হঠাৎ বাসায় কলিংবেল। গৃহকর্তী গেলেন দরজা
খুলতে। খুলেই তিনি অবাক, একi কাজের বুয়া
টাইপের মহিলা দাড়ায় আছে দরজায়।
গৃহকর্তীঃ কে আপনি..?
মহিলাঃ আপা, আমি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট এর
সুমাইয়া কুলসুম। গত কালকে আপনি একটা স্ট্যাটাস
দিলেন না, যে আপনার বাসার কাজের বুয়া চলে
গেছে, তাই সেটা দেখার পর আমি আমার আগের
বাড়ির কাজ ছেড়ে আপনার বাড়ি চলে আইলাম।
কারণ ,হাজার হলেও আপনি আমার ফ্রেন্ড। এখন থেকে
আমি আপনার বাড়িতেই কাজ করুম। আর একসাথে
ফেসবুক ইউজ করুম। রাজি আছেন তো..?
গৃহকর্তীঃ বাসার ঠিকানা কথায় পাইলা..? মহিলাঃ জি আপা,
আপনার ছেলে দিছে, ও আবার আমার মাইয়ার
ফেসবুক ফ্রেন্ড।
নির্বাহী সম্পাদক