মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : এক কোটি টাকা মূল্যের এক কেজি ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) সহ মো: হামিদ (১৯) নামক এক রোহিঙ্গা শরনার্থীকে আটক করেছে র্যাব-১৫। শনিবার ৮ মে বেলা ১ টা ১৫ মিনিটের দিকে র্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে উক্ত মাদককারবরীকে আটক করে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপরেসন্স) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
টেকনাফের হ্নীলা নয়াপাড়া জেলের ঘাট এলাকার নুরানী জামে মসজিদ গেইটের পাশে হাফসা ভাত ঘরের সামনে র্যাব-১৫ এর টিম উল্লেখিত সময়ে পৌঁছালে একজন লোক পালাতে চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা পালাতে চেষ্টা করা মো: হামিদ নামক রোহিঙ্গাকে আটক করে। পরে তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে র্যাব-১৫ এক কোটি টাকা মূল্যের এক কেজি ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) উপস্থিত স্থানীয় লোকজনের সাক্ষাতে উদ্ধার করে।
আটক মো: হামিদ লেদা ২৪ নম্বর নতুন রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ ৩ এর মৃত মো: হোছন ও মাহমুদা খাতুনের পুত্র। ধৃত মাদককারবারী মো: হামিদ কে র্যাব-১৫ টেকনাফ মডেল থানায় সোপর্দ করেছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে টেকনাফ মডেল থানা সুত্রে জানা গেছে।
প্রসঙ্গত, ক্রিস্টাল মেথ বা আইস হচ্ছে-এক ধরনের ভয়বহ মাদক। সাধারণত ইয়াবা টেবলেটে এমফিটামিন (মাদক) এর পরিমান থাকে পুরো টেবলেট এর শতকরা ৫ ভাগ। আর ক্রিস্টাল মেথ বা আইস হচ্ছে- একশত ভাগ অর্থাৎ পুরোটাই এমফিটামিন (মাদক)। তাই ক্রিস্টাল মেথ বা আইস ইয়াবার চেয়ে অনেকগুণ বেশি ক্ষতিকর মাদক। ক্রিস্টাল মেথ বা আইস সেবনে মানবদেহে ইয়াবার সেবনের চেয়ে অনেক বেশি পরিমাণ প্রতিক্রিয়া তৈরি করায় সেবনকারী ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ধাবিত হয়।
নির্বাহী সম্পাদক