উখিয়া প্রতিনিধি: করোনাকালীন সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সদস্য হিসেবে অন্তভুক্তির মাধ্যমে সহায়তা ও অনুদান পাওয়ার দাবীতে স্মারকলিপি প্রদান করেছে কক্সবাজারের উখিয়ায় কর্মরত সাংবাদিকরা।
রবিবার (৯ মে) দুপুর ১২টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এর মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে প্রকাশ প্রতিবৎসর সরকার সাংবাদিকদের কল্যাণে কোটি কোটি টাকা সহায়তা দিলেও উখিয়া উপজেলায় কর্মরত প্রকৃত সাংবাদিকরা এই সুবিধার আওতায় আসেনি। অথচ প্রতিদিন সরকারের উন্নয়ন কর্মকান্ড, সমস্যা-সম্ভাবনা, মাদক নির্মূল, মানবপাচার প্রতিরোধ এবং রোহিঙ্গা ইস্যুসহ সকল ধরণের সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের কল্যণে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে যাচ্ছেন মফস্বলের এসব সাংবাদিকরা।
এ সময় দৈনিক যুগান্তরের উখিয়া প্রতিনিধি শফিক আজাদ, দৈনিক আমাদের সময়ের উখিয়া প্রতিনিধি পলাশ বড়ুয়া, দৈনিক দেশ রূপান্তরের উখিয়া প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক সৈকত জসিম আজাদ, রফিক মাহমুদ, দৈনিক দৈনন্দিন উখিয়া প্রতিনিধি ইমরান আল মাহমুদ উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক