Home » সিলেটে করোনায় মৃত্যু ১, নতুন শনাক্ত ৩৩ জন

সিলেটে করোনায় মৃত্যু ১, নতুন শনাক্ত ৩৩ জন

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ঘণ্টায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬৭ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে শনাক্ত করা হয়েছে আরও ৩৩ জনের শরীরে। এছাড়া এই ২৪ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও ৪৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

রোববার (৯ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ১৫২ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৬৩১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৫৩ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৫০ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৩৩ জন করোনা আক্রান্ত রোগীর ২১ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জে ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১ রোগীর শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৩৫ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ২ জন ও হবিগঞ্জ জেলার ৪ বাসিন্দা রয়েছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ৯১৬ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ২০৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৫৪ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৮৪৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২১১ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে একজন রোগী। যিনি সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৩৬৫ জন। এর মধ্যে সিলেট জেলার ২৯৩৪ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৮ জন।

এদিকে সিলেটের চার জেলা মিলে ২১০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ১৯৬ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন ও ২ জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২৩ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *