Home » করোনায় জেরবার বিশ্ববাসী, সংক্রমণ এড়াতে ওয়ার্ক-পাসে নয়া নিয়ম জারি সিঙ্গাপুরের

করোনায় জেরবার বিশ্ববাসী, সংক্রমণ এড়াতে ওয়ার্ক-পাসে নয়া নিয়ম জারি সিঙ্গাপুরের

সিঙ্গাপুর :

বিশ্বজুড়ে অব্যাহত করোনার দাপট। মারণ ব্যাধির দ্বিতীয় ধাক্কায় রীতিমতো বেসামাল গোটাদেশ। এই অবস্থায় সংক্রমণের রেশে লাগাম টানতে অন্যান্য দেশের মতোই এবার কাজের সূত্রে সিঙ্গাপুরে আগত বিদেশী কর্মীদের সংখ্যা কমাতে শুরু করল সিঙ্গাপুর সরকার।

জানা গিয়েছে, করোনার দ্বিতীয় ধাক্কায় রীতিমতো বেসামাল ভারত সহ বেশকিছু দেশ। এই অবস্থায় সিঙ্গাপুরে যাতে করোনার দাপট না বাড়ে তা রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে সিঙ্গাপুর প্রশাসনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিতে ওয়ার্ক পাস হোল্ডারদের নিয়মে কিছু পরিবর্তন আনা হচ্ছে। তবে এটি যারা সংক্রমণে সবথেকে বেশি প্রভাবিত দেশগুলি থেকে আগে যাতায়াত করেছেন, তাদের ক্ষেত্রেই নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। আগামী মঙ্গলবার থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে।

প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, নির্মাণকাজ, নৌবাহিনীর কাজ সহ অন্যান্য যেসমস্ত কাজের সঙ্গে যুক্ত ভিনদেশী কর্মীদের আগে থেকেই ওয়ার্ক পাস রয়েছে তাঁদের সিঙ্গাপুরে আসার নিয়মে কোনও অসুবিধার সৃষ্টি হবে না। তবে জুন মাসে যে অল্প কিছু শ্রমিকের এখানে কাজে আসার কথা ছিল তা পরবর্তীতে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তাই নয়, সিঙ্গাপুর প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে যে, পরবর্তীকালে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে এই নিয়মের শিথিলতা আনা হবে। তবে তার আগে পর্যন্ত বিদেশি শ্রমিকদের জন্য বন্ধ থাকছে সিঙ্গাপুরের দরজা।

অবশ্য আরও বলা হয়েছে যে, বিশেষ কিছু ক্ষেত্রে যারা আগামী ৭ জুনের আগে এখানে আসার পরিকল্পনা করছিলেন, তাঁদের আসার দিন পরবর্তিত করা হবে। ৫ জুলাইয়ের আগে আসার জন্য যারা আবেদন জানিয়েছেন, তাঁদের আপাতত দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, এর আগেও ভারত সহ বেশকিছু দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করেছে আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ৷ বর্তমান করোনা পরিস্থিতির জেরে বিভিন্ন দেশের সঙ্গে বিছিন্ন করা হয়েছে বিমান পরিষেবা। সেই তালিকায় আপাতত নাম লেখাল সিঙ্গাপুরও। তবে অন্যান্য দেশের মতো ভারতকে এখনও রেড তালিকাভুক্ত করেনি সিঙ্গাপুর।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *